স্কুলের অদূরে বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটায়
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ স্কুল চলাকালীন স্কুলের অদূরে বাজারের পাশে একটি তাজা বোমা ও বোমার নমুনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটায় ১ নম্বর ব্লকের ওকরাবাড়ির মুন্সিরহাট এলাকায়। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ওই তাজা বোমা ও বোমার নমুনা উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড আতঙ্কের সৃষ্টি হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে ওই বোমা ফেলে রেখে গিয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার বিবরণের জানা গিয়েছে, এদিন দিনহাটার মুন্সিরহাট বাজারের পাশে একটি তাঁজা বোমা ও বোমার সুতলি দেখতে পান এলাকার বাসিন্দারা। ওই এলাকার পাশে দুটি স্কুল ও একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তা দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বেলা সাড়ে বারোটা নাগাদ বোমা ও বোমার সুতলি উদ্ধার হয়। সুতলিগুলি দেখে বাসিন্দাদের অনুমান একটি বোমা সেখানে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। কে বা কারা কি উদ্দেশ্যে একটি জনবহুল এলাকায় বোমা রেখে গিয়েছে তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। এলাকার বাসিন্দাদের বক্তব্য, প্রতিদিন যেভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে এবং এলাকায় যেভাবে বোমা আমদানি করা হচ্ছে এটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না। দুটি স্কুল ও বাজারের পাশে যেভাবে একটি তাজা বোমা পড়েছিল তাতে যেকোনো সময় বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ যখন বোমাটি দেখা যায় সেই সময় স্কুলের পড়ুয়ারা স্কুলে আসছে। তাদের দাবি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।








