তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আগামীকাল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল নিয়ে আজ পাথরঘাটাতে এক সভা করা হল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আগামীকালের মিছিলে উপস্থিত থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য্য এবং আরো কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব। এদিন জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান অলোক চক্রবর্তী, যুব সভাপতি নির্নয় রায় এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন জেলা সভাপতি জানান বিজেপীর সব নীতি মানুষের মাথায় ঢুকে গেছে। বিজেপীর ডাকে আগামীদিনে আর সাড়া দেয় না। আমাদের মুল লক্ষ দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষের দুর্দশার কথা দিকে দিকে পৌছে দেওয়া। মানুষ আজকে বাজার করতে পারছে না। কেউই শান্তিতে নেই। তাই আগামীকালের মিছিলে আমরা সব ধরনের মানুষকে আহবান জানাচ্ছি।এবারে আর ঘরে বসে থাকার সময় নেই। এবারে রাস্তায় নেমে মানুষের প্রতিবাদ করার সময় চলে এসেছে।এদিন চেয়ারম্যান অলোক চক্রবর্তী এবং নির্নয় রায়ও বক্তব্য রাখেন।








