নিষ্প্রভ ত্রিফলা বাতিস্তম্ভের প্রতিবাদে বিজেপি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে ত্রিফলা বাতি নিয়ে প্রতিবাদে সামিল হলেন বিজেপির সমর্থকেরা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে শিলিগুড়ি শহর থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গকে ত্রিফলা বাতি দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেই ত্রিফলা বাতি আজ নিষ্প্রভ স্তম্ভ হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে। শিলিগুড়ি ভারতীয় জনতা পরিবারের সাংগঠনিক কার্যকর্তাগণ রাজু সাহা, নান্টু পাল মহাশয় এবং মানিক অরোরা সহ সমস্ত কর্মীদের নিয়ে শিলিগুড়ি বিধান রোডে এক প্রতীকি অবস্থান বিক্ষোভে সামিল হলেন গোটা শিলিগুড়ির নেতৃত্ব। প্রতিটি ত্রিফলা বাতিস্তম্ভের নীচে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ত্রিফলা বাতির দুর্নীতিকে শিলিগুড়িবাসীর সম্মুখে তুলে আনা হবে বলে জানালেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানালেন এবারে নতুন বছরের শুরু থেকে পুনরায় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন দুর্নীতি নিয়ে অবিরাম আন্দোলনের সূচনা করবে শিলিগুড়ি ভারতীয় জনতা পরিবারের সদস্যবৃন্দরা। রাজ্যের বিধানসভা থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তের মানুষের দৃষ্টি আকর্ষনের মাধ্যমে শাসক তৃণমূল কংগ্রেসের এহেন পাহাড় প্রমাণ দুর্নীতির পর্দাফাঁস করা হবে বলে জানালেন শিলিগুড়ির বিধায়ক। তিনি আরো জানান তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে সব কিছু দখল করতে চাইছে। কিন্তু বিজেপি তা কোনভাবেই হতে দেবে না। এই ত্রিফলা লাইটে যে পরিমানে অর্থের অপচয় হয়েছে সেটা মানুষের সামনে আনা দরকার। আর সেটাই আমরা করে দেখাবো বলে জানালেন বিজেপি বিধায়ক।








