ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত দোকান
দাবদাহ লাইভ, নিউ টাউন, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় বহু সংখ্যক দোকান। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ও দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানার অন্তর্গত বাগজোলা খাল সংলগ্ন গৌরাঙ্গনগর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যায় এদিন ভোররাতে অর্থাৎ ভোর ৪টে নাগাদ গৌরাঙ্গনগর বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। বাজারে ঘিঞ্জি দোকান থাকায় দ্রুততার সঙ্গে সেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় মারফত খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ও দমকলের ৪টে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে বাগজোলা খালপার সংলগ্ন গৌরাঙ্গনগর বাজারের প্রায় ২০টি দোকান ভয়াবহ আগুনের লেলিহান শিখায় একেবারে ভস্মীভূত হয়ে যায়। এদিন দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলবাহিনী। ওই সময় বাজার চত্বর সম্পূর্ণরূপে বন্ধ থাকায় কোনোরূপ হতাহতের খবর না থাকলেও বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলবাহিনীর প্রাথমিক তদন্তের অনুমান। তবে আগুন লাগার সঠিক কারন অস্পষ্ট থাকায় তদন্ত সাপেক্ষে তা জানা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে খবর।








