নিয়োগ দুর্নীতিতে সিটের রিপোর্ট পেশ হাইকোর্টে
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির তদন্তে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার অধীনে হাইকোর্টের নির্দেশানুযায়ী যে বিশেষ তদন্ত টিম (সিট) গঠন করা হয়েছিল সেই টিম হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ২১ হাজার পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করতে গিয়ে ৯হাজার ওএমআর শীট বিকৃত করা হয়েছে। আরও উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাথমিক চার্জশীট পেশ করেছিল সি বি আই, সেখানে অপটিকাল মার্ক রেকগনিশন শীট বিকৃত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বলে উল্লেখ ছিল। এই ঘটনায় শান্তি প্রকাশ সিনহা ও সুবীরেশ ভট্টাচার্য সরাসরি জড়িত বলে চার্জশীটে উল্লেখও ছিল। নিয়োগ দুর্নীতির বহর অনেক বড় বলে সিবিআই অনেক দিন থেকে বলে আসছে। নবম-দশম ভুয়ো নিয়োগের আগেই গাজিয়াবাদ থেকে সিবিআই যে হার্ডডিস্ক উদ্ধার করেছে তা’ থেকে ৪০টি নমুনা নিয়ে হাইকোর্টের নির্দেশ মোতাবেক গত সপ্তাহে আইন জীবিদের সাথে বৈঠক করে কমিশন। তারপরেই দেখা যায় চল্লিশটি নিয়োগই ভুয়ো অর্থাৎ ঐ ৪০জনই বেআইনি ভাবে নিয়োগ পত্র পেয়েছিল। বাংলার শিক্ষকই বেশী ২১, ইতিহাসের ১০ জন, ভৌত বিজ্ঞানের ১, ভুগোলের ১, ইংরাজীর ৪, জীবন বিজ্ঞানের ৩। সিবি আই প্রথম থেকেই দাবী করছিল বেআইনি নিয়োগের সংখ্যাটা অনেক বেশী।








