লাউঞ্জ ও ফুট ব্রীজের উদ্বোধন শিলিগুড়ি স্টেশনে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আজ শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে নব নির্মিত এক্সিকিউটিভ লাউঞ্জ ও ফুট ওভার ব্রীজের উদ্বোধনে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা লোকসভার সাংসদ রাজু বিস্তা সহ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা। ভারত সরকারের দূরদর্শীতায় সম্পূর্ন দেশের রেল স্টেশনগুলির মানোন্নয়নের সাথেই উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। পরিকাঠামোগত উন্নয়নের এই পথে শিলিগুড়ির রেল স্টেশনগুলিকেও ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ জানান বিজেপী উত্তরবঙ্গের উন্নয়ন চায়। আর এটাই বিজেপীর লক্ষ্য।
লাউঞ্জ ও ফুট ব্রীজের উদ্বোধন শিলিগুড়ি স্টেশনে
0%








