মাহেশ জগন্নাথ মন্দিরে বিশ্বশান্তি মহাযজ্ঞ এবং বাৎসরিক অনুষ্ঠান
দাবদাহ লাইভ, হুগলী, সম্পা মাইতিঃ হুগলি জেলার শ্রীরামপুর থানার অন্তর্গত ৬২৬ বছরের ঐতিহাসিক মাহেশ জগন্নাথ মন্দিরে বিশ্বশান্তি মহাযজ্ঞ এবং বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয়। আজ রবিবার মাহেশ জগন্নাথ মন্দিরের প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের গর্ভগৃহের রত্নদেবী পুনঃপ্রতিষ্ঠা বাৎসরিক উৎসব অনুষ্ঠান। এই দিন আজ জগন্নাথ দেবের মন্দিরে সারাদিন ব্যাপী বিশ্বশান্তি যজ্ঞ; বিশেষ পূজাপাঠ, পুনঃপ্রতিষ্ঠাকর্ম, গীতাপাঠ, শাস্ত্রপাঠ, হরিনাম সংকীর্তন এবং সন্ধ্যেবেলায় ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, সহ অন্যান্য ব্যক্তিরা,এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যম দিয়ে চলে মাহেশের জয় জগন্নাথের বাৎসরিক অনুষ্ঠান। এই দিন জগন্নাথ মন্দিরে উপস্থিত ছিলেন প্রধান সেবাইত শ্রী সৌমেন অধিকারী, সম্পাদক শ্রী পিয়াল কৃষ্ণ অধিকারী, সহ দূরদূরান্ত আসা ভক্তরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।








