Banner Top

৬মাস ব্যাপী বহিরঙ্গন নাট্যযাপন  

দাবদাহ লাইভঃ গত ১৯শে নভেম্বর,২০২২ (শনিবার)দেশবন্ধু পার্কের রাজীব পয়েন্টে শুভব্রত সিংহ রায় মঞ্চে,’শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র’ আয়োজিত ৬ মাস ব্যাপি নিয়মিত বহিরঙ্গন নাট্যযাপন অনুষ্ঠানের সূচনা। ১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলির সহযোগিতায় এবং ‘শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র’-র প্রাণপুরুষ সমরেশ বসুর তত্বাবধানে আয়োজিত এই নাট্যযাপনের প্রথম পর্ব। প্রথম দিন ছিল দুটি নাটক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের ছাত্রছাত্রী অভিনীত “লক্ষীর পরীক্ষা” এবং শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র-র নিজস্ব প্রযোজনা “দূর্গা টুনটুনি”। দুটি প্রযোজনাই দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। অনাড়ম্বর অথচ মনগ্রাহী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা নাট্য জগতের কিছু বিশিষ্ট মানুষ যেমন নীলিমা চক্রবর্তী , অভি চক্রবর্তী, আশীষ দাস, সৌমেন পাল, সিদ্ধার্থ চক্রবর্তী, অতনু সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পরলোকগত শ্রী শুভব্রত সিংহ রায়-এর স্ত্রী শ্রীমতীসুতপা সিংহ রায়।উপস্থিত গুণীজন এবং দর্শকদের মধ্যে এই অনুষ্ঠান নিয়ে উৎসাহ ছিল দেখবার মতো। সবার মতে এরকম অনুষ্ঠান বারবার আয়োজন করা উচিত এবং অন্যান্য সব নাট্যদলের এই ধরনের কাজে এগিয়ে আসা উচিত।তাতে নাটকের প্রসার যেমন ঘটবে,পাশাপাশি খুব সহজে সাধারণ দর্শকের কাছাকাছি পৌঁছানো যাবে। আগামী ১৮ই মার্চ,২০২৩ তারিখ এই পর্বের শেষ দুটি নাটক আয়োজিত হবে। ঐ দিন অবধি প্রতি মাসের তৃতীয় শনিবার এই অনুষ্ঠান হবে। আর প্রতিদিনই দেখা যাবে বিভিন্ন দলের মনকাড়া কিছু প্রযোজনা। ‘শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র’-র এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে বিভিন্ন নাট্যদলের মধ্যে নাটকের মাধ্যমে এরকম সেতুবন্ধনের কাজ করার জন্য। জয়তু বাংলা থিয়েটার, জয়তু এই নাট্যযাপন।                (প্রতিবেদক –  শুভ্র ভট্টাচার্য)

৬মাস ব্যাপী বহিরঙ্গন নাট্যযাপন  
User Review
90% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment