পঞ্চায়েতের নজরদারিতে অভিষেক
দাবদাহ লাইভ, সুমিত মজুমদারঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসভবনের ঢিল ছড়া দূরত্বে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এক বিশাল জনসভা থেকে বিরোধী দলের পাশাপাশি নিজের দলের দুর্নীতি পরায়ন পঞ্চায়েতের সদস্য এবং দলীয় কর্মীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার থেকে গ্রাম বাংলার উন্নয়নের নজরদারিতে তিনি আছেন। পঞ্চায়েত সদস্য থেকে দলের সাংগঠনিক পদের নেতারা কিভাবে দুর্নীতি করছেন তার সমস্ত হিসাব তিনি রাখছেন বলে জানান। সে সমস্ত দুর্নীতি পরায়ন নেতাকর্মীদের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তাঁরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে বিজেপির দালালি করবে তাঁদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে এবং তাঁরা কিভাবে কাজ করছেন সে সমস্ত নজরদারি তিনি নিজের কাঁধে তুলে নিলেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতি পরায়ণ নেতা এবং পঞ্চায়েত সদস্যরা অভিষেক ব্যানার্জির এই হুশিয়ারিতে কতটা ভিতশ্রদ্ধ তা এখনো পর্যন্ত অস্পষ্ট। কিন্তু তাঁদেরকে আগামী দিনে যদি স্বচ্ছতার সঙ্গে কাজ না করতে দেখা যায় তাহলে অনেক ভোগান্তি ভুগতে হবে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচনে জনদরদি এবং স্বচ্ছ ভাব মূর্তি পরায়ণ নেতারদেরকেই ভোটের টিকিট দেওয়া হবে তা এক প্রকারের নিশ্চিত অভিষেক ব্যানার্জীর ভাষণ থেকে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অভিযোগ করছেন যে সমস্ত দুর্নীতি পরায়ন নেতারা বিশেষ করে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে আগামী দিনে কি ব্যবস্থা নেওয়া সে বিষয়ে প্রশ্নবাণ ছুঁড়েছেন!






