ভারত সেবাশ্রম সংঘের হিরণ্ময়ানন্দজী মহারাজের জীবনাবসান
দাবদাহ লাইভ, কোলকাতা, বিশেষ সংবাদদাতাঃ ভারত সেবাশ্রম সংঘের সহ-সভাপতি শ্রীমত স্বামী হিরণ্ময়ানন্দজী মহারাজের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। ভারত সেবাশ্রম সংঘের তরফে জানানো হয়েছে,দীর্ঘদিন রোগ ভোগের পর গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।১৯৫৪ সালে তিনি ভারত সেবাশ্রম সংঘে যোগদান করেন এবং দীর্ঘদিন সংঘের সেবায় নিযুক্ত ছিলেন। তার মরদেহ কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে শায়িত থাকবে। আজ বিকেল চারটেয় কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে ভারত সেবাশ্রম সংঘ সূত্রে জানা গেছে। দাবদাহ লাইভের পক্ষে আমরাও গভীর শোকাহত।
ভারত সেবাশ্রম সংঘের হিরণ্ময়ানন্দজী মহারাজের জীবনাবসান
85%








