প্রাঙ্গণ পত্রিকার মহামিলন উৎসব
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ ৪ঠা ডিসেম্বৱ ২০২২ রবিবার কলকাতার কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে স্বারম্বরে অনুষ্ঠিত হল প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা আয়োজিত বাৎসরিক সাহিত্য ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সাহিত্যের বিভিন্ন প্রতিভার স্বীকৃতি হিসাবে পত্রিকার সম্পাদক বর্ধমান জেলার কিংশুক সাঁই জানান যে,২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে আজ এই মহামিলন উৎসবের প্রাঙ্গণ এত কবির সমাবেশে সমৃদ্ধ। শারদ সংখ্যা প্রকাশের সাথে সাথে গল্প সংকলনেরও মোড়ক উন্মোচিত হয় বর্ণাঢ্য এই সাহিত্য অনুষ্ঠানে। প্রাঙ্গণ সাহিত্য মহামিলন উৎসবে বহু বিশিষ্ট কবিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমানের আধুনিক কবিতার জনপ্রিয় কবি তীর্থঙ্কর সুমিত, কবি পিঙ্কি ঘোষ, কবি পলাশ পাল সহ বহু কবি সাহিত্যিক।








