নিয়ন্ত্রন হারিয়ে দোকানে ঢুকলো সরকারি বাস
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ দ্রুত গতিতে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ধাক্কা মারলো এসবিএসটিসির ঘাটাল গামী একটি যাত্রীবাহী বাস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীনগরের নারায়নপুর এলাকায় ঘাটাল রামজীবনপুর রাজ্য সড়কের ধারে। ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় চায়ের দোকানটি। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায় রামজীবনপুর থেকে ঘাটাল গামী এসবিএসটিসির যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণপুর এলাকায় একটি চায়ের দোকানে গিয়ে ধাক্কা মারে। দোকানে কেউ না থাকায় প্রাণ হানির ঘটনা ঘটেনি। যদিও দুর্ঘটনায় প্রায় ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ।








