কাঁথি সভার আগে ভগবানপুরে বোমা বিস্ফোরণে নিহত তিন
দাবদাহ লাইভ, ভগবানপুর, অক্ষয় গুছাইতঃ কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আর ঠিক আগের রাতেই পূর্ব মেদিনীপুর জেলার ভগবান পুর থানার অন্তর্গত ভূপতিনগরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ী। ভয়াবহ ওই বিস্ফোরণে তৃণমূল নেতা-সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্ফোরণে আরও ২ জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ, দাবি বিজেপির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের অর্জুন নগরের নাড়য়াবিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে রাজকুমার-সহ তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিত্ গায়েন নামে মোট তিনজন নিহত হয়েছেন। রাজকুমার মান্না এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। বিস্ফোরণে জখম আরও ২ জনকে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা থমথমে রয়েছে। রাতভর গ্রামে পুলিশ টহলদারি চলে। বোমা বাঁধতে গিয়েই তা ফেটে এই বিস্ফোরণ বলে অভিযোগ বিজেপির। নাড়ুয়াবিলা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়ীতে বোমা বাঁধার কাজই চলছিল বলে দাবি গেরুয়া শিবিরের। গতকাল রাতে ওই বিস্ফোরণের জেরে বাড়িটি কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। নিহত-আহতরা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত বলে দাবি বিজেপির।








