শিলিগুড়ি শহর পরিচ্ছন্ন রাখতে কাউন্সিলারদের উদ্দ্যোগ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ অভিযোগ মাথায় নিয়ে নিজেদের উদ্যোগেই কাজে নেমে পড়ছেন শিলিগুড়ির কুড়ি নং ওয়ার্ড কাউন্সিলার অভয়া দত্ত সহ বেশ কিছু ওয়ার্ড কাউন্সিলারেরা। উল্লেখ্য, ঠিকমতো কাজ হচ্ছে না বলে সাধারণ নাগরিকের অভিযোগ বারবার এসে পড়ছিলো কাউন্সিলারদের ঘাড়ে। তাই কোনদিক না তাকিয়ে নিজেরাই নেমে পড়লেন। নিজেরাই সবকিছু জানালেন। আমাদের ওয়ার্ডকে – আমাদেরই দেখতে হবে – এই ভাবনায় – এই উদ্দ্যোগ। তাই নিজেরাই নেমে পড়লাম। সব মিলিয়ে শিলিগুড়ি শহরকে পরিচ্ছন্ন রাখতে কাউন্সিলারদের এই উদ্যোগে নাগরিক মহল খুশি বলে জানায়।
শিলিগুড়ি শহর পরিচ্ছন্ন রাখতে কাউন্সিলারদের উদ্দ্যোগ
0%








