অভিষেকের সভার আগেই ব্যানারে নাম কাটা
দাবদাহ লাইভ, তমলুক, অক্ষয় গুছাইতঃ আগামীকাল শনিবার কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভার আগেই কাঁথিতে দেখা গেল অন্য ছবি। শাসক দলের পক্ষে যে ছবি অস্বস্তিকরও বটে। সম্প্রতি যুব সংগঠনের সহ সভাপতির পদ হারিয়েছেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। সেই ক্ষোভে ছুরি চালিয়ে ব্যানার থেকে কাটলেন নিজের নাম এবং নামের পাশে থাকা দলীয় পদ ।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রচার এবং তাকে স্বাগত জানানোর জন্য এই ব্যানারগুলি লাগিয়েছিলেন পার্থসারথি মাইতি। যদিও প্রকাশ্যে নিজের ক্ষোভের কথা জানাননি তিনি। পার্থসারথি মাইতি শুধু বললেন, পদ যখন নেই, তখন ফ্লেক্সে নাম থেকে কি হবে। সেজন্যই নিজের তাগিদেই কেটে দেওয়া।








