মৃত ও জখম নির্মাণ কর্মীর পাশে শিলিগুড়ির মেয়র
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ির ৪২ নং ওয়ার্ডের রায় কলোনিতে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে ১ জন শ্রমিক পড়ে গিয়ে মারা যান এবং দুজন গুরুতর জখম হয়ে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি আছেন । জখম শ্রমিকদের চিকিত্সার তত্ত্বাবধানে নার্সিং হোমের কর্তৃপক্ষের সাথে দেখা করে কথা বললেন মেয়র গৌতম দেব। তাদের শারীরিক সমস্যার কথা শুনে তাদের সমস্ত ধরনের সাহায্যের কথা দিলেন মেয়র। প্রত্যেকের হাতে ফল এবং সামান্য কিছু আর্থিক সাহায্য তুলে দিলেন মেয়র। পরে মেয়র জানালেন ওদের খবর পেয়েই দেখতে এসেছি। ওদের আর্থিক অবস্থা ভাল নয়। দেখি ওদের জন্য কি করতে পারি। ওদের এখন তিন মাস বিশ্রামের প্রয়োজন। এই সময় ওদের এবং ওদের পরিবারের পাশে আমরা দাড়াবো। যাতে কিছুদিন অন্তত ওরা নিশ্চিত জীবন কাটাতে পারে। এদিন মেয়রের সাথে ছিলেন শিলিগুড়ির অন্যান্য ওয়ার্ড কাউন্সিলার এবং এম এম আইসিরা।








