পরিষেবা ঘরে ঘরে পৌঁছানোর আবেদন শিলিগুড়ি মেয়রের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি পুরনিগমের দশম বোর্ড মিটিং অনুষ্ঠিত হল শিলিগুড়ি পুরসভাতে। সভার শুরুতেই আগুনে ক্ষতিগ্রস্থদের জন্য এক মিনিট দাড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন পুরনিগমের বোর্ডের সদস্যরা। শিলিগুড়ি পুরসভাতে এই বোর্ড মিটিং এ প্রথমেই মেয়র গৌতম দেব জঞ্জাল অপসারন নিয়ে কাউন্সিলার এবং এম এম আইসি দের দৃষ্টি নিক্ষেপ করতে নির্দেশ দেন। মেয়র জানান রোজ তার কাছে প্রচুর ফোন আসে এ নিয়ে। প্রচুর মানুষের অভিযোগ। তাই আমাদের প্রথমেই এই দিকে নজর দিতে হবে। জঞ্জাল নিয়ে মেয়রের বক্তব্যে আমাদের সবাইকে সবকিছু ভুলে গিয়ে সবার সাথে মিলে কাজ করে চলতে হবে। মেয়র আরো জানান মিড ডে মিল নিয়ে অনেক অনেক অভিযোগ জমা পড়ছে পুরসভাতে। আমাদের দায়িত্ব যাতে সবাই ঠিকভাবে মিড ডে মিলের খাবার পায়। বিশেষ করে অনেক বাচ্চা আছে যাদের ঠিকমতো ঘরে খাবার তৈরী হয় না। এ ছাড়াও ঘরে ঘরে জল সরবরাহ নিশ্চিত করার উদ্দ্যোগ নেওয়ার আবেদন জানান মেয়র। মানুষের পরিষেবা সম্পর্কে সচেতন থাকার আবেদনও করেন।








