বাদুড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে অস্ত্রোপচার চালু
দাবদাহ লাইভ, বসিরহাট, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলার বাদুড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় অস্ত্রোপচার চালু। এই প্রথম নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ছাপিয়া খাতুনের অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করল। স্থানীয় স্বাস্থ্য আধিকারিকের এই প্রচেষ্টা এই অস্ত্রোপচারের মাধ্যমে সফল হওয়ায় প্রসবিত মাকে ধন্যবাদ জানায়। বেবির ওজন ২.৯ কেজি, প্রসবের পর বেবি কেঁদেছে ও সুস্থ বলে চিকিৎসক সহ টিম জানিয়েছেন। বসিরহাট স্বাস্থ্য জেলার উপ-মুখ্য স্বাস্থ্য অধিকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান দীর্ঘ প্রচেষ্টার সুফল হওয়ায় স্থানীয় টীম সহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এলাকাবাসীর সুবিধার কথাও উল্লেখ করেছেন।








