দুষ্কৃতীদের আক্রমণে তৃণমূল নেতার মাথা ফাটলো ভগবানপুরে
দাবদাহ লাইভ, পুর্ব মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ চায়ের দোকানে তৃণমূল নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনিপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত পাউসি বাজার এলাকায়।আক্রান্ত তৃণমূল নেতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পাউসি বাজার এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন বরোজ অঞ্চল সভাপতি মিহির ভৌমিক। আচমকাই কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে লাঠি এবং লোহার রড দিয়ে হামলা চালায় মিহির বাবুর ওপর। লাঠি বা রডের আঘাতে মাথায় গুরুতর চোট পান তিনি। মাথা ফেটে গল গল করে রক্ত বের হতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অতর্কিত এই হামলায় কিছুটা ঘাবড়ে যান স্থানীয় বাসিন্দারাও। সে সময় চায়ের দোকানে খুব বেশি ভিড় ছিল না। এলাকাবাসীরা জড়ো হলে অভিযুক্তরা ফের বাইকেই পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মিহির বাবুকে উদ্ধার করে স্থানীয় লোকজন নিয়ে যান হাসপাতালে। বর্তমানে সেই হাসপাতালেই চিকিত্সাধীন রয়েছেন তিনি। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় ভগবানপুর এলাকায়। এই ঘটনায় তৃণমূলের তরফে বিজেপি আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে ভগবানপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সাতসকালে এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূলের তরফে অভিযোগ, রবিবার শুভেন্দু অধিকারী সভা থেকে উত্তেজক বার্তা দেওয়া হয়েছিল। এটা তারই জের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।








