২৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোলকাতায়
দাবদাহ লাইভ, মহ: মফিজুর রহমানঃ আগামী ১৫ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ৫২ টি দেশের প্রতিনিধিরা। শুক্রবার একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য কোভিড আবহে গত দু’বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তেমন বর্ণময় হয়নি। তবে সেই ঘাটতি এবার পূরণ হতে চলেছে। এবার একই বছরে দু’বার অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। চলতি বছরের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একই বছরে আবার দ্বিতীয়বার আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই উৎসব। ২৮ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন অমিতাভ বচ্চন। থাকবেন শাহরুখ খান এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ফলে ২৮ তম চলচ্চিত্র উৎসব হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয়। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। নতুন সাজে সেজে উঠছে নন্দন চত্বর। বিগত বছরগুলির মতো এবারেও আন্তর্জাতিক সিনেমাগুলি দেখানো হবে নন্দন ছাড়াও একাধিক পেক্ষাগৃহে। এছাড়াও ২৮ তম চলচ্চিত্র উৎসবে উদযাপন করা হবে অসিত সেন, পিয়র পাওলো, অ্যালান রিসনি, হৃষিকেশ মুখোপাধ্যায় প্রমুখের শতবর্ষ।








