Banner Top

মানসিক অবসাদে আত্মহত্যার প্রচেষ্টা

                                                দাবদাহ লাইভ, হাবরা, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  আত্মহত্যা বা আত্মহনন শব্দটি শুনলেই মনটা যেন হয়ে পড়ে ভারাক্রান্ত। আর এই আত্মহত্যা বর্তমানে হয়ে উঠেছে নিত্যনৈমিত্যিক ঘটনা। সংবাদ মাধ্যমের পর্দায় চোখ পড়লেই কোনো না কোনো স্থান থেকে আত্মহননের চিত্র উঠে আসে জনসম্মুখে। বর্তমানে আত্মহত্যা শব্দটি জনসাধারনের কাছে যেন হয়ে উঠেছে বহুল প্রচলিত চর্চিত বিষয়। কয়েক বছর যাবত ওই বহুল প্রচলিত চর্চিত ‘আত্মহনন’ শব্দটির কারন স্বরূপ বেশিরভাগ ক্ষেত্রেই উঠে আসতে শুরু করেছে  ‘মানসিক অবসাদ’ কথাটি। সেই মানসিক অবসাদের কারনে ঘুমের অসুধ খেয়ে আত্মহত্যার প্রচেষ্টা করায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। এমনই এক ঘটনা ধরা পড়ে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের কাশিপুর এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় কাশিপুর এলাকার বাসিন্দা হানিফ মন্ডলের বড় ছেলে ২৫ বছরের মুর্শিয়াদ মন্ডল বর্তমানে বেকার। কাজকর্ম কিছুই করে না, এমনকি কর্মের প্রতি তাঁর কোনোরূপ আগ্রহ না থাকায় পিতা হানিফ প্রায়শই ছেলে মুর্শিয়াদকে বকাবকি করতেন, বেকার বসে থাকার জন্য কথাও শোনাতেন। প্রায়শই পিতার এহেন কথা শুনতে শুনতে অভিমানী পুত্রের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ফলস্বরূপ বেশ কিছু দিন যাবত মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিল মুর্শিয়াদ। মানসিক অবসাদের জেরেই শনিবার দুপুরবেলা ঘরে থাকা বেশ কিছু সংখ্যক ঘুমের অসুধ খেয়ে নেয় সে। বেশ কিছু সময় অতিক্রান্ত হলেও মায়ের ডাকে ছেলের কোনো সাড়া না মেলায় অকস্মাৎ মুর্শিয়াদ এর মা ছেলেকে দেখতে গৃহের একটি কক্ষে প্রবেশ করে। এরপরই তাদের গৃহে নেমে আসে যেন মহা প্রলয়। বিছানায় শুয়ে মুর্শিয়াদকে নিদারুণভাবে ছটফট করতে দেখে তাঁর মা। এরপরই আর্তনাদে ভরে ওঠে মায়ের বুক। মায়ের ক্রন্দনময় চিৎকারের শব্দ শুনে গৃহ চত্বরে পড়ে যায় ব্যপক শোরগোল। স্থানীয় ও পরিবারের সদস্যদের তৎপরতায় এদিন অচেতন মুর্শিয়াদকে চিকিৎসার জন্য হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানো মাত্রই কর্মরত চিকিৎসক ওই যুবকের চিকিৎসা শুরু করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যুবককে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তর করেন কর্মরত চিকিৎসক। সেখানেই বর্তমানে খুবই শঙ্কটজনক অবস্থায় যুবক চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে খবর।

মানসিক অবসাদে আত্মহত্যার প্রচেষ্টা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment