শিলিগুড়িতে রক্তদান শিবির
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ডিগনিটি, তেরাই ব্লাড ব্যাংক এবং রোটারি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে। এই রক্তদান অনুষ্ঠানে রক্ত দিতে উপস্থিত ছিলেন সেখানকার স্থানীয় মানুষ ছাড়াও বেশ কিছু সেনাবাহিনীর মানুষ। শিলিগুড়িতে এইভাবে রক্তদান মানুষের জীবনে এক অনন্য উপায় বলে জানালেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন আমাদের শিলিগুড়িতে অন্য জায়গার থেকে বেশী পরিমানে রক্ত জমা করা হয়। এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা প্রতিবছরই চেষ্টা করি রক্তদান শিবিরের আয়োজন করবার জন্য যাতে প্রয়োজনে রক্তের দরকার হলে মানুষকে একজায়গা থেকে অন্য জায়গাতে বেশী ঘোরাঘুরি করতে না হয়।








