শ্রমিক সংগঠন বিজেএমসির বৈঠক জেলা পার্টি অফিসে
দাবদাহ লাইভ, মুর্শিদাবাদ, শ্রীমন্ত বাগ ও সম্পা মাইতিঃ উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেএমসির কার্যকর্তাদের নিয়ে জঙ্গিপুর বিজেপি পার্টি অফিসে বৈঠক, এই দিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমসির রাজ্য সভাপতি অর্ণব চ্যাটার্জি, উত্তর কলকাতা জেলা সভাপতি রাজু আঙ্গার, মুর্শিদাবাদ উত্তর জেলা সভাপতি নিপেন ঘোষ, জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় দাস ও অনুপম সাহা, জেলা জিএস রমেশ দাস ও চিরঞ্জিত ভাস্কর, জঙ্গিপুর টাউন সভাপতি তন্ময় দাস ও রাজ্য কমিটির মেম্বার ইউনুস শেখ সহ ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমসির কর্মী ও নেতৃবৃন্দ।
শ্রমিক সংগঠন বিজেএমসির বৈঠক জেলা পার্টি অফিসে
0%








