সাম্প্রদায়িকতা ও হিংসা ছড়ানোর প্রতিবাদে মহামিছিল শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বিজেপির হিংসা ছড়ানোর প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের মহামিছিল শহর পরিক্রমা করে সভা স্থলে হাজির হয়। প্রতিবাদ বিজেপীর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আজ উদয়ন গুহকে নিয়ে এই বার্তাই দিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানান এই মহামিছিলে সব ধরনের কর্মীদের আমন্ত্রন জানানো হয়েছে বলে জানালেন জেলা সভাপতি। উদয়ন গুহকে পাশে নিয়ে জেলা সভাপতি জানান মুখ্যমন্ত্রীর লক্ষ মহিলাদের নিজের পায়ে দাড় করানো। আজ সেই দিন এসেছে আমাদের বিনিময়ে কিছু ফিরিয়ে দেওয়া। উদয়ন গুহ এদিন বিজেপীকে আক্রমন করে জানান আমরা তৃণমূল কংগ্রেস দল করি। আমাদের অনেক অনেক চিন্তা মাথায় রেখে চলতে হয়। তাই এই মহামিছিলে আমাদের লক্ষ থাকবে বিজেপীর বিরুদ্ধে আক্রমন করা। এবং বিজেপীর সমস্ত কাজের প্রতিবাদ করা। কারন দেশকে বিক্রি করে দেবে বিজেপী,তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজকের এই মহামিছিলে ছাত্র,যুব এবং মহিলাদের প্রতি আহবান আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করুন।এগিয়ে আসুন তবেই সফল হবে আমাদের এই মহামিছিল।








