মাল নদীর তীরে ভাল্লুকের পায়ের ছাপে এলাকা চাঞ্চল্য
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ মাল নদীর তীরবর্তী এলাকায় ভাল্লুকের পায়ের ছাপ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাল বাজারে। বৃহস্পতিবার ভাল্লুকটি খুজবার জন্য চিরুনি তল্লাশি চালায় বনদপ্তরের আধিকারিকরা, কিন্তু খোঁজ মেলেনি। শুক্রবার দিনও বনদপ্তরের তরফ থেকে তল্লাশি চালানো হয়, এ দিনও কোন খোঁজ পাওয়া যায় না ভাল্লুকের। ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, ভাল্লুকটি একটি নদীতে নেমে দ্রুত গতিতে চলে যায়। পরিস্থিতির উপর নজর রাখছেন বনদপ্তরের কর্মীরা। খুঁজে বের করবার জন্য চেষ্টা চলছে। তবে যথেষ্ট আতঙ্কিত রয়েছে ওই এলাকার বাসিন্দারা, অনুমান করা হচ্ছে পাহাড় থেকে নেমে ভাল্লুকটি জঙ্গলের মধ্যে চলে গেছে।








