চাকরি নয় ব্যবসার পরামর্শ রাজ্যের বেকার যুবকদের – ফিরহাদ
দাবদাহ লাইভ, নিউ টাউন, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ শুধু চাকরির ভরসায় বসে না থেকে রাজ্যের বেকার যুবকদের ব্যবসার দিকে নজর দেবার পরামর্শ দেন কলকাতার পৌর সংস্থার মেয়র তথা পৌর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন এর ইকো পার্ক গেট নম্বর ১-এর বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আরম্ভ হয় হস্তশিল্প মেলা। এদিন ওই মেলা প্রাঙ্গণে ইন্ডিয়ান প্লাস্টিক গেড্রেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ইন্ডপ্লাস ২০২২। ওই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের ওই অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সচিব রাজেশ সিনহা সহ ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের সদস্যরা। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বেকার যুবকদের উদ্দেশ্যে এই বার্তা প্রেরণ করেন যে, শুধু চাকরির উপর নির্ভর না করে ব্যবসার উপরে নজর দিক রাজ্যের বেকার যুবকরা। পাশাপাশি তিনি এও বলেন যে ১৯৮২ সালে যখন তিনি একজন বেকার যুবক ছিলেন তখন তিনি ওই প্লাস্টিক শিল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছিলেন। তাই রাজ্যের সকল বেকার যুবকদের তিনি এই পরামর্শ দেন যে তারা যদি বেকার না বসে থেকে শুধুমাত্র চাকরির ভরসায় না থেকে প্লাস্টিক শিল্পের সঙ্গে যুক্ত হয় তবে উপকৃত হতে পারবে একইসাথে লাভবান হতে পারবে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে গিয়ে সাধারণ মানুষদের প্লাস্টিক শিল্পের সাথে যুক্ত হয়ে লাভবান হবার জন্য উৎসাহিত করতে গিয়ে বলেন যে, যারা ভীতু তারা চাকরির দিকে এগিয়ে যায়। আর যাদের বুক ৭২ ইঞ্চির তারাই ব্যবসা করেন। অনুষ্ঠান শেষে ইন্ডপ্লাস-২০২২ এর বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন এদিন তিনি।








