বেহাল রাস্তা দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ দীর্ঘদিন যাবত ব্যাস্ততম রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও হুঁশ নেই প্রশাসনের এমনই অভিযোগ উঠে এসেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড থেকে। দীর্ঘদিন যাবত ২৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বানীপুর আটুলিয়া রোড ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। বানীপুর চৌমাথা থেকে আটুলিয়া রোডের হিরাপোল প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রতিদিন ওই রাস্তা দিয়ে লরি, প্রাইভেট গাড়ি, স্কুল পড়ুয়াদের নিয়ে চলাচল করে বহু পুলকার। স্কুল কলেজ হাসপাতালের মত প্রয়োজনীয় স্থানে যাতায়াত করতে প্রতিদিন বহু মানুষ ওই রাস্তাটি ব্যবহার করে। পিচ উঠে ইঁট পাথর বেড়িয়ে ছোট বড়ো গর্ত তৈরি হয়ে রাস্তার বেহাল দশা হওয়ায় প্রায়শই ঘটে দূর্ঘটনা। পৌরসভার পক্ষ থেকে একবার রাস্তায় খোয়া ফেলে রোলার দিয়ে চলে গেলেও দীর্ঘ প্রায় ৭ মাস কঙ্কালসার অবস্থায় থাকা ওই রাস্তা সংস্কারের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি পৌরসভার পক্ষ থেকে এমনই অভিযোগ তোলে স্থানীয়রা। তারা আরও জানান রাস্তা খুঁড়ে জলের পাইপ বসানোর পর রাস্তার ওইরূপ ভগ্নদশা হওয়ায় দুর্ভোগে পড়তে হয় স্থানীয় সহ পথচলতি মানুষের। রাস্তাটির ওইরূপ বেহাল অবস্থা জানা সত্ত্বেও পৌরসভার পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। শুকনো আবহাওয়ায় রাস্তা দিয়ে গাড়ি চললে যেমন ধূলোর যন্ত্রণা তেমনি বর্ষার সময় রাস্তায় জমা জলের যন্ত্রণায় নাজেহাল হয়ে উঠেছে ওই এলাকার জনজীবন। স্থানীয় সহ পথচলতি মানুষের দাবি জনসাধারনের কথা মাথায় রেখে অবিলম্বে ওই রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নিক পৌর প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস পৌর প্রশাসনের।








