আজ শিলিগুড়ি ঐতিহাসিক প্রতিবাদ সভা তৃণমূলের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ আগামীকাল দার্জিলিং জেলা সমতল সহ কুচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার যুব এবং মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে ঐতিহাসিক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে বলে এক সাংবাদিক সন্মেলনে জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ জানান। তিনি আরও জানান মহিলাদের এই সমাবেশ আলাদা মাত্রা তৈরী করবে। এই সমাবেশ বিজেপীর বিরুদ্ধে। যেভাবে তারা চারিদিকে হিংসা ছড়িয়ে যাচ্ছে তার প্রতিবাদ না করে পারা যাচ্ছে না। আগামীকাল সকল মানুষের কাছে আবেদন করা হচ্ছে তারা যেন উপস্থিত থেকে এই মহাসমাবেশকে সফল করে তোলেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সহ মেয়র এবং ডেপুটি মেয়র ও তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।








