ক্যাম্বিস বলের টুর্নামেন্ট মীরা গার্ডেনে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ পূজোর পর শুরু হল ক্রিকেট মরশুম। বিভিন্ন ক্রীড়া সংস্হা শুরু করে দিল প্রস্তুতি। লোকাল কিছু ক্লাব ও মেতে উঠলো ক্রিকেট উৎসবে। এমতাবস্থায় মধ্যমগ্রামের মীরা গার্ডেন অনুষ্ঠিত করল একটি ক্যাম্বিস বলের টুর্নামেন্ট। বারাসাতের কৈলাসনগর মাঠে শুভ সূচনা। প্রথম ম্যাচে মীরা গার্ডেনের সাথে খেললো বারাসাত ভাটরাপল্লী। এই ম্যাচে মীরা গার্ডেনকে ২৫ রানে পরাজিত করল ভাটরাপল্লী। ম্যাচের সেরা ব্যাটার ও বোলার হলেন সৃষ্টি ক্রিকেট একাডেমির কোচ অভিজিত দাস ও দেবর্ষি ব্যানার্জী। এছাড়াও ভালো ব্যাট ও বল করেন মীরা গার্ডেনের নীতিশ বিশ্বাস। এই ম্যাচ উপভোগ করেছেন বহু প্রবীণ মানুষও।
ক্যাম্বিস বলের টুর্নামেন্ট মীরা গার্ডেনে
0%








