জরুরী বৈঠক দার্জিলিং জেলা তৃণমূল কং
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ২৬শে নভেম্বর নিয়ে আজ বৈঠক হল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মহিলা জেলা সভাপতি মিলি সিনহা সহ দলের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা। জেলা সভাপতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে জেলা সন্মেলন অনুষ্ঠিত হবে। এই জেলা সন্মেলনে উপস্থিত থাকবার কথা দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বর। পাপিয়া ঘোষ জানান এই সন্মেলনে দলীয় কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে এবং নিজেদের আগামীদিনের কাজের পর্যালোচনা স্থির করতে বলা হয়েছে। এদিনের মিটিং নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। আগামীদিনে তৃণমূল কংগ্রেসের সব ধরনের কার্যকলাপ স্থির করা হবে এই সন্মেলনের মধ্যে দিয়ে।








