তারকেশ্বর কলেজে বই ও খাদ্য এবং শিল্প মেলা
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগের ও সম্পা মাইতিঃ হুগলির তারকেশ্বর ডিগ্রী কলেজে একদিনের বই ও খাদ্য এবং শিল্প মেলায় আনন্দে মেতে উঠলো ডিগ্রী কলেজে ছাত্র-ছাত্রীরা,এই দিন কলেজের আইকিউএসি পক্ষ থেকে একটি বইমেলা, খাদ্য ও শিল্প মেলা আয়োজন করা হয়েছে, এই দিন কলেজে উপস্থিত ছিলেন তারকেশ্বর ডিগ্রী কলেজের প্রিন্সিপাল অমল কান্ত হাতি এবং শিক্ষক ও শিক্ষিকারা সহ ছাত্রছাত্রীরা, এই দিন কলেজের প্রিন্সিপাল অমল কান্ত হাতি বিভিন্ন প্রদর্শনী বই মেলার স্টলগুলো পরিদর্শন করেন। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আজ কলেজের ছাত্র-ছাত্রীরা প্রচন্ড উৎসাহ সমস্ত বিভাগের ও শিক্ষিকারা তারা উদ্যোগ নিয়ে যে তিনটি বিষয়ের উপরে ছাত্র-ছাত্রীরা শুধু তাদের দক্ষতা তাদের পরিচয় দেওয়ার জন্য আয়োজন করেছে। প্রথম হল খাবার তৈরি করার বিষয়, দ্বিতীয় হলো বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিলো তাদের সাফল্যর জন্য একটা প্রদর্শনী, তৃতীয় হলো বিভিন্ন পুস্তক প্রকাশনার পক্ষ থেকে নির্বাচিত কয়েকটি প্রকাশনার তারা এসেছে স্টল করেছে এবং ছাত্র-ছাত্রীরা সেই স্টল গুলিতে ঘুরে তাদের প্রয়োজন মতো তারা পুস্তক সংগ্রহ করছে। পাশাপাশি অনেক শিক্ষক ও শিক্ষিকারা তারা তাদের মতো পুস্তক সংগ্রহ করছে, এটা ছাত্র-ছাত্রীদের কাছে কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানাই।








