জেলা তৃনমূলের পোস্টার চোর ধরো জেলে ভরো
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ গোটা কোচবিহারে একটাই পোস্টার, নিশিথ প্রামানিক কোচবিহারের লজ্জা; ‘ওর কোন অধিকার নেই, ও একটা চোর, ও চুরি করেছে’ গোটা কোচবিহারে এই পোস্টার দেখে একেবারেই বিপাকে পড়ে যায় কোচবিহার জেলা বিজেপি। কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান এই সব ব্যক্তি রাজনীতিকে নোংরা করে দিচ্ছে। কোন অধিকার নেই ওর এই পদে থাকার। এদিন বিজেপি থেকে অবশ্য এ নিয়ে কিছু মন্তব্য করা হয় নি। বিজেপি জানিয়েছে এটা নিয়ে আপাতত তারা কিছু বলবে না। প্রসঙ্গত একটি সোনার দোকানে চুরির অভিযোগে অন্যদের সাথে জড়িয়ে যায়। তার পরেই বেপাত্তা ছিলেন নিশিথ প্রামানিক। এদিন অবশ্য তিনি শহরেই ছিলেন। তিনি এ নিয়ে অবশ্য কিছু বলতে চান নি, নিজেকে গুটিয়ে নিয়ে বাইরে চলে যাবেন কোচবিহারের সাংসদ বলে মনে করছেন সাধারন মানুষ।








