শিলিগুড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ গত ১৯ তারিখ শিলিগুড়ি ১৮ নং ওয়ার্ডের খুদিরাম কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৮ টি পরিবারকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র রিলিফ ফান্ড থেকে ৫,০০০.০০ টাকা করে জরুরীকালীন আর্থিক সহায়তা প্রদান করলেন মেয়র গৌতম দেব । এবং তার সাথে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তেরাই -র পক্ষ থেকে দুপুরের খাবার এবং শুকনো খাবার তথা শিলিগুড়ি মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফ থেকে দুটো করে কম্বল এবং একটি করে ডিনার সেট ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিলেন মেয়র নিজেই। পরে মেয়র নিজেই জানালেন এই শীতে আগুনে পুড়ে গিয়ে এই মানুষগুলো ঘর ছাড়া এবং অসহায়।ওদের পাশে থাকা আমাদের প্রচণ্ডভাবে প্রয়োজন।আজকে ওদের হাতে সামান্য কিছু সাহায্য তুলে দেওয়া হল।হয়ত কিছুই না তবুও ওদের পাশে দাড়াতে পেরে আমার ভাল লাগছে। মেয়রের সাথে এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সিরা। ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে খাবার তুলে দিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানালেন আমরা শিলিগুড়ি পুরনিগম ওদের পাশে আছি। ব্যক্তিগতভাবেও। আমাদের পক্ষ থেকে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব সেটা করার। আবার ভবিষ্যতেও শিলিগুড়ি পুরনিগম এই মানুষগুলোর পাশে থাকবে।








