বীরেন্দ্র সেতু সংস্কার ও নতুন সেতু নির্মাণে অর্থ বরাদ্দ
দাবদাহ লাইভ, মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ দীর্ঘ প্রতীক্ষার পর মেদিনীপুর শহর সংলগ্ন বীরেন্দ্র সেতুর সংস্কারকার্য শুরু হচ্ছে। সেই সঙ্গে জেলায় আরো দুটি নতুন সেতু নির্মাণের কাজের অনুমোদন পাওয়া গেলো। রবিবার ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করে এমনটাই জানালেন আধিকারিকরা। মেদিনীপুর শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছে বীরেন্দ্র সেতু। প্রায় ৬০ বছরের পুরনো ওই সেতুটি বিভিন্ন জায়গা নষ্ট হয়ে গিয়েছে। সাত মাসেরও বেশি সময় ধরে ওই সেতুর উপর দিয়ে ভারি গাড়ি চলাচল তাই বন্ধ রাখা হয়েছে। একাধিক জটিলতা তৈরি হয়েছে ওই সেতু নিয়ে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। বীরেন্দ্র সেতুটি সংস্কারের জন্য অবশেষে টেন্ডার পাস হয়ে কাজের জন্য প্রস্তুত হল সংস্থা। কাজে নামার আগে চূড়ান্ত পর্বের পরিদর্শন শেষ করা হল রবিবার। পূর্ত দপ্তর ও এজেন্সি যৌথভাবে পরিদর্শন করে একাধিক মাপ যোগ হয়। জেলার পুর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্তী বলেন, ছ মাসের মধ্যে সংস্কার সম্পন্ন হবে, সেরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। ১১ কোটি বরাদ্দ করা হয়েছে এই পূর্ণ সংস্কারের জন্য। সেই সঙ্গে পাশেই আরও একটি নতুন ব্রিজ ও ধাদিকা এলাকায় আরও একটি নতুন ব্রিজ এই জাতীয় সড়কের উপর তৈরি করা হবে। এজন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যত শীঘ্রই সম্ভব কাজ শুরু করা হবে বলে জানানো হয়।








