আর পি এফের তৎপরতায় হারানো ব্যাগ ফেরত তারকেশ্বরে
দাবদাহ লাইভ, হুগলি, শ্রীমন্ত বাগ ও সম্পা মাইতিঃ হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনে হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করে যাত্রীর হাতে তুলে দিলেন তারকেশ্বরে আরপিএফ। সূত্রের খবর যাত্রীরা প্রতিদিন তারকেশ্বর থেকে হাওড়া, হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে আসা যাওয়া করে। তেমনি এক যাত্রী হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেন ধরে হিন্দমোটর স্টেশনে তড়িঘড়ি নামেন। ব্যাগটি না নিয়ে নেমে পড়েন। টাকা সহ কিছু মূল্যবান নথীপত্র থাকায় উদগ্রীব হয়ে পড়েন। তড়িঘড়ি রেল স্টেশনে টিকিট কাউন্টারের সাথে যোগাযোগ করেন ও পাশাপাশি ১৩৯ এ কল করেন। কিছুক্ষণের মধ্যে হাওড়া আরপিএফ যোগাযোগ করেন হারিয়ে যাওয়া ব্যাগটি যার তার সাথে। এর পর হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনটি তারকেশ্বরে প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। তারকেশ্বর প্ল্যাটফর্মের থাকা আরপিএফরা ওই ট্রেনটি চেকিং করে বগি থেকে ব্যাগটি উদ্ধার করেন। এর পর হারিয়ে যাওয়া ব্যাগটি যার তার সাথে যোগাযোগ করেন পূর্ব রেলের তারকেশ্বর শাখার আরপিএফরা। হারিয়ে যাওয়া ব্যাগ যার তিনি আসেন তারকেশ্বর স্টেশনে। ওই যাত্রীর হাতে ব্যাগটি তুলে দিলেন তারকেশ্বরের আরপিএফরা। ওই যাত্রী ব্যাগটি পেয়ে খুবই খুশি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পূর্ব রেলের তারকেশ্বর শাখার আধিকারিকদের ও আরপিএফদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন রেল আমাদের কাছে গর্বের বিষয়। এই ব্যাগটির মধ্যে আমার অনেক মূল্যবান জিনিস ছিলো। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড সহ অনেক দরকারি কাগজপত্র ছিলো। এছাড়াও সাত হাজার টাকা ছিলো। ব্যাগ সহ সব নথী ফিরে পেয়েছি। তারকেশ্বর আরপিএফ উদ্ধার করে আমার হাতে ফিরিয়ে দেওয়ায় কৃতজ্ঞ।













