স্বনির্ভরের লক্ষ্যে মৎস্য দপ্তরের প্রচার নন্দীগ্রামে
দাবদাহ লাইভ, নন্দীগ্রাম, অক্ষয় গুছাইতঃ বেকার যুবক যুবতীদের মৎস্য চাষের মাধ্যমে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে নন্দীগ্রাম-১ ব্লক উন্নয়ন মৎস্য বিভাগ। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা, মৎস্যজীবীদের নিবদ্ধীকরণ, ক্রেডিট কার্ড সহ অন্যান্য খুঁটিনাটি বিষয়ে প্রচার করা হচ্ছে। মাছের বাজারে গিয়ে গিয়েও চলছে প্রচার। দুয়ারে সরকার ক্যাম্পে জড়ো হওয়া উৎ সাহীদের প্রকল্প বিষয়ে সচেতন করাচ্ছে ব্লক মৎস্য আধিকারিক সহ তার টিম। নন্দীগ্রাম থানা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর সেন্ট্রাল ফিশারমেন কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান কাদের আলি বক্স বলেন, আমরা ব্লক মৎস্য দপ্তরের পূর্ণ সহোযোগিতা পাচ্ছি এবং দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আমাদের সমিতি প্রচার চালাচ্ছে। মানুষের সাড়াও পাচ্ছি খুব ভালো। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতি এলাকার নৌকা মৎস্যজীবী, মৎস্য চাষি, মৎস্য বিক্রেতা সকলের মধ্যে সরকারি প্রকল্পের বিষয়ে প্রচার করা হচ্ছে। নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, সর্বত্র উদ্যোগ গ্রহন করে যাতে মৎস্য পেশায় যুক্ত সকল মানুষদের মাঝে সরকারি বার্তা পৌছে দেওয়া যায়। আরো বেশি করে আলোচনা সভা ও সচেতনতা শিবিরের উদ্যোগ গ্রহন করা হচ্ছে। এলাকার মানুষের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছেন নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত। তিনি নিজে মৎস্য আধিকারিকদের সাথে এলাকায় এলাকায় সচেতনতা শিবির ও মৎস্য চাষিদের সাথে মত বিনিময় করছেন।








