আগ্নেয়াস্ত্র সহ ধৃত অভিযুক্ত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মুখ্যমন্ত্রীর নির্দেশানুযায়ী বোমা, আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার অভিযান সর্বত্রই চালাচ্ছে পুলিশ প্রশাসন। প্রায়শই পুলিশের দ্বারা বিভিন্ন এলাকা থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা উঠে আসে সংবাদমাধ্যমের পর্দায়। এমনই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ধরা পড়ে হাবরায়। সূত্র অনুযায়ী হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থানার অন্তর্গত প্রফুল্লনগর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় এদিন রাতে সূত্র মারফত থানায় খবর আসে এক ব্যাক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছে। তৎক্ষনাৎ সূত্র অনুযায়ী ওই এলাকায় হানা দিয়ে অশোকনগর থানার ভাতশালা এলাকার বাসিন্দা অরুন কুমার রায়কে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে আসার অভিযোগে ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে হাবরা থানার পুলিশের পক্ষ থেকে শনিবার ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃত ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছে, কার কাছেই বা বিক্রি করতে এসেছিল, কতদিন যাবত সে ওই কারবারের সাথে যুক্ত, তাঁর ওই কারবারের সাথে আর কে বা কারা যুক্ত, ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে ওই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।




