পরিযায়ী পাখির টানে ভিড় ঘাটালের হরি সিংহপুরে
দাবদাহ লাইভ, ঘাটাল, অক্ষয় গুছাইতঃ সবে শীতের আমেজ পড়তে শুরু করেছে জেলায়। এরই মধ্যে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়েছে জেলায়। প্রতি বছর বাহারি পাখির ভিড় জমে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরি সিংহপুরের জলাশয়ে। সাধারণত নভেম্বর মাসের শুরু থেকেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয় এখানে। লেজার হুইসিলিং , ডাক, জল পিপি, পার্পেল হেরন সহ নানা প্রজাতির পরিযায়ী পাখি ভিড় জমায় ঘাটালের এই জলাশয়ে। আর বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের দেখতে দূর দূরান্ত থেকে পাখিপ্রেমিরাও ভিড় জমান এই জলাশয়ের ধারে। তবে এলাকা বাসীর অভিযোগ, বহু দূর থেকে মানুষ এখানে আসে পরিযায়ী পাখি দেখতে। কিন্তু তাদের থাকার কোনও জায়গা না থাকায় অসুবিধায় পড়তে হয়। তাছাড়া গ্রাম বাসীদের নিজস্ব উদ্যোগেই এই পাখিদের পাহারা দিতে হয়। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। এবিষয়ে ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুষারকান্তি বেরা বলেন, প্রত্যেক বছর এই সময় পরিযায়ী পাখিরা এই হরি সিংহপুরের জলাশয়ে আসে। আমাদের খুব ভালো লাগে। প্রচুর মানুষ আসেন বিভিন্ন এলাকা থেকে এই পাখিদের দেখতে। পুরসভার তরফ থেকে নজরদারি বাড়ানো হয় যাতে পাখিদের কেউ বিরক্ত না করে। পর্যটন কেন্দ্র গড়ে তোলার ভাবনা চলছে। আগামী দিনে পৌরসভা এ ব্যাপারে উদ্দ্যোগী হবে বলে জানালেন।








