মন্ত্রীর বিরুদ্ধে কুকথার জেরে এফ আই আর
দাবদাহ লাইভ, হুগলি, শ্রীমন্ত বাগঃ রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় এফআইআর দায়ের হলো। বেশ কয়েকদিন ধরেই এই মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী দলের মধ্যে চলছে তরজা। এই নিয়ে বীরবাহা হাঁসদা এবং দেবনাথ হাঁসদা ব্যক্তিগত ভাবে থানায় অভিযোগ জানিয়েছেন। এরপরেই নড়েচড়ে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। এরই মধ্যে হুগলি বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর নেতৃত্বে শ্রীরামপুর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে গ্রেফতারের দাবী তোলেন। উপস্থিত ছিলেন শেওড়াফুলি ও বৈদ্যবাটি যুব তৃণমূলের সভাপতি আবির দে সহ তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃবৃন্দ। আবির দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, থানায় অভিযোগ জানালাম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাই আমরা সকলে ওনার সুস্থতা কামনা করি। উনি যেন মানসিক ভারসাম্য ফিরে পান। এছাড়াও ছাত্র পরিষদের তরফে শ্রীরামপুর পোস্ট অফিসে থেকে গ্রিটিং কার্ড ও ফুল পাঠানোর প্রস্তুতি চলছে।








