পড়ুয়াদের বিক্ষোভে স্কুল ক্যাম্পাস পরিষ্কার
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত চলছে সতর্ক বার্তা। কিন্তু নোংরা জমা জল সহ জঙ্গলে পরিপূর্ণ থাকা বিভিন্ন এলাকা যেখানে ডেঙ্গুর লার্ভা নিশ্চিন্তে বাড়তে পারে এমনই চিত্র সংবাদমাধ্যম মারফত প্রায়শই জনসম্মুখে প্রকাশিত হতে দেখা যায়। এবার খোদ স্কুল ক্যাম্পাসের মধ্যে এমন চিত্র ধরা পড়ে। উত্তর ২৪ পরগনা জেলার দমদম মতিঝিল বালিকা বিদ্যালয় ক্যাম্পাস সহ বিল্ডিং পরিষ্কার করার দাবিতে স্কুলের পড়ুয়ারা তাদের অভিভাবক সহযোগে বিক্ষোভে সামিল হয়। দীর্ঘক্ষন বিক্ষোভ কর্মসূচি চলায় নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ক্যাম্পাস সহ বিল্ডিং অপরিষ্কার, জঞ্জালে পরিপূর্ণ হয়ে থাকলেও পরিষ্কার করার জন্য স্কুল কর্তৃপক্ষ কোনোরূপ উদ্যোগ নেয় নি। এই বিক্ষোভের জেরে শেষমেশ ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে ও মশার উপদ্রব কমাতে পৌরসভার পক্ষ থেকে ওই স্কুল বিল্ডিং সহ ক্যাম্পাস সাফাই করা হয়। আরও উল্লেখ্য নোংরা আবর্জনা জমে ক্যাম্পাসে থাকা জল নিকাশি নালা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। স্কুল মাঠে আগাছা গজিয়ে জঙ্গলে পরিনত হয়েছিল। ফলে মাঠে খেলাধূলা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। যত্রতত্র ময়লা জমে যাওয়ায় মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছিল পড়ুয়ারা। একইসাথে চারিদিকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়ে চলতি মাসের ৪ তারিখ ওই স্কুলের পড়ুয়ারা স্কুল সম্মুখে তাদের অবিভাবকদের সাথে একযোগে বিক্ষোভ প্রদর্শন করে। এর পরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। ক্যাম্পাস পরিষ্কার করার জন্য লিখিত আবেদন জানানো হয় স্থানীয় কাউন্সিলরের কাছে। লিখিত আবেদনের ভিত্তিতে ওই স্কুল পরিষ্কার করার উদ্যোগ নেয় দক্ষিণ দমদম পৌরসভা। সেই অনুযায়ী পৌর কর্মীদের দেখা যায় দ্রুততার সঙ্গে দমদম মতিঝিল গার্লস হাই স্কুল ক্যাম্পাস পরিষ্কার করার পাশাপাশি চারিদিকে ব্লিচিং ছড়াতে। স্কুল ক্যাম্পাস পরিষ্কার হওয়ায় খুশি পড়ুয়া, অবিভাবক সহ স্কুল কর্মীরা।








