বেহাল রাস্তা সংস্কারের আর্জি ক্ষুব্ধ গ্রামবাসীর
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সংস্কারের অভাবে রাস্তা হয়ে উঠেছে যাতায়াতের একেবারে অনুপযুক্ত। প্রায়শই দূর্ঘটনা ঘটার ফলে প্রশাসনের ভুমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তা সংস্কারের আর্জি জানায় তারা। হাড়োয়া ব্লক থেকে ক্যামেরাবন্দী হয় সেই দুর্ঘটনাপ্রবণ রাস্তার চিত্র। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের সদরপুর থেকে হড়পুকুর যাবার রাস্তার অবস্থা একেবারে বেহাল। পীচের পরিবর্তে রাস্তা জুড়ে পড়ে রয়েছে প্রস্তরখন্ড, একাধিক জায়গায় রয়েছে ছোট বড়ো গর্ত। রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে ওঠায় প্রায়শই ঘটে চলেছে দূর্ঘটনা। ওই রাস্তা প্রসঙ্গে স্থানীয়রা জানায় সদরপুর স্কুল মাঠ থেকে হড়পুকুর পর্যন্ত দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত কঙ্কালসার অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ ওই রাস্তা দিয়ে স্থানীয় প্রায় ৪ টি গ্রামের লোকজন ছাড়াও কচুয়া, হড়পুকুর, বেহালা ও কাঁকড়ার লোকজনও যাতায়াত করে। স্কুল কলেজ হাসপাতাল অফিস আদালত দোকান বাজার সমস্ত জায়গায় যেতে গেলে ওই রাস্তাটিই একমাত্র ভরসা। দীর্ঘ প্রায় ৭ বছর যাবত রাস্তাটির কোনোরূপ সংস্কার না হওয়ায় রাস্তা থেকে পীচ উঠে গেছে। ছোট বড়ো গর্ত ও পাথরে পরিপূর্ণ রাস্তাটি। একটু বৃষ্টি হলেই জল জমে যায়। ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই বিপুল সমস্যার সম্মুখীন হয়। প্রায় দিনই ঘটে চলেছে দূর্ঘটনা। রাস্তা জুড়ে পাথর ও গর্ত থাকায় ছোট বড়ো গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় একটু অসাবধান হলেই উল্টে গিয়ে ঘটে বিপত্তি। পথচলতি মানুষেরা দূর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। দূর্ঘটনার কবলে পড়ে অকালেই শেষ হয়ে গেছে কত তরতাজা প্রাণ। এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সও ঢুকতে চায় না ওই রাস্তায়। রাস্তার বেহাল দশার কারনে প্রভূত সমস্যার সম্মুখীন হওয়ায় প্রশাসনের কাছে একাধিকবার গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে রাস্তাটি সংস্কারের আর্জি জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এমনই অভিযোগ করে রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্যায় জর্জরিত ক্ষুব্ধ গ্রামবাসীরা। পাশাপাশি তাদের এও অভিযোগ ভোট আসলেই রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে না পঞ্চায়েত মেম্বার সহ প্রশাসনিক কর্মকর্তাদের কেউ। ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজনের কথা মাথায় রেখে অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নিক প্রশাসন। যাতায়াতের একেবারে অনুপযুক্ত ওই রাস্তা সংস্কার প্রসঙ্গে হাড়োয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত বিশ্বাস জানান রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়াকরনের কাজ চলছে। খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে বলে জানান তিনি।













