রাষ্ট্রপতি পুরস্কার বসিরহাট-১ পঞ্চায়েত সমিতি
দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির ভালো কাজের নিরিখে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন প্রায় ২৫ লক্ষ টাকা। সেই টাকা কোথায় ব্যয় হবে, তাই নিয়ে বিশেষ আলোচনা সভা বসলো পঞ্চায়েত সমিতির সভাগৃহে। এই সভায় উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য বসিরহাটের দক্ষিণ বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি নুরজাহান মন্ডল পুতো কর্মদক্ষ শফিকুল দফাদার শিক্ষা কর্মদক্ষ ফজলুল হক এছাড়াও এলাকার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সদস্য সদস্যরা অনুষ্ঠান শেষে বিধায়ক বলেন আমরা বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি ভালো কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। প্রায় ২৫ লক্ষ টাকা আমরা পুরস্কার হিসেবে পেয়েছি। সেই টাকা কোথায় ব্যয় হবে। কি কাজ হবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আমাদের সবাইকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে সমস্ত পঞ্চায়েতের উন্নয়নের জন্য তিন লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি পঞ্চায়েত সমিতির উন্নয়নের জন্য 4 লক্ষ টাকা রাখা থাকবে। উন্নয়ন আধিকারী বলেন আপনাদের আরো ভালো করে কাজ করতে হবে, যাতে প্রতিবারই আমরা কেন্দ্রে কাজ থেকে ভালো পুরস্কার নিয়ে আসতে পারি পাশাপাশি তিনি বলেন ডেঙ্গু একটা বড় সমস্যা তৈরি হয়েছে এখন তাই সবাইকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। মানুষকে সতর্ক থাকতে বলবেন নিজেরা সতর্ক থাকবেন। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যাতে মশার ডিম পারতে না পারে। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি নুরজাহান বিবি বলেন আমাদের ভালো লাগছে আমরা গর্বিত ভারত সরকারের দিন্দয়াল উপাধি ২৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছি।








