পথ শিশুদের পাঠশালা বারাসাতে
জেলা পুলিশের মানবিক মুখ
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত স্টেশন রেলপাড়ে নেশাগ্রস্ত, অভুক্ত পথশিশুদের সারাবছর ধরে দেখভাল করে চলেছেন পথশিশুদের পুলিশকাকু বলে পরিচিত বারাসাত পুলিশ জেলার পুলিশকর্মী অর্ণব রায় চৌধুরী ও তার সঙ্গীরা। শান্তিনিকেতনের আদলে গড়ে তুলেছেন এক স্বপ্নের ইস্কুল- প্রজাপতির পাঠশালা। এবার এই প্রজাপতির পাঠশালাতেই মানবিকতার বার্তা নিয়ে হাজির বারাসাত পুলিশ জেলার আধিকারিকেরা। এদিন পুলিশকাকু অর্ণব রায় চৌধুরী এর সহযোগিতায় পথবাসী শিশুরা নাচ গান, নাটক মঞ্চস্থা করেন। অনুষ্ঠান শেষে পুলিশ আধিকারিকেরা তাদের হাতে তুলে দেন প্রচুর চকোলেট সহ নানা খাদ্যদ্রব্য ও বই-খাতা-রঙ পেন্সিল সহ নানা শিক্ষাসামগ্রী। পথের নেশাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে এসে শিক্ষার আলোয় এরা সকলে স্কুলে ভর্তি হয়েছে। সকলে পড়াশোনা করছে। প্রজাপতি পাঠশালার এক ছাত্র বিজয় বলে ওঠে- সে আরো পড়াশোনা করে সমাজের বন্ধু পুলিশ হতে চায়।” পুলিশ আধিকারিকদের সবাই তার এই স্বপ্নকে উৎসাহিত করেন ও পুলিশকাকুর প্রজাপতির পাঠশালায় পাশে থাকার বার্তা দেন। বারাসাত পুলিশ জেলা আবারও মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত গড়ল।








