চুরির অভিযোগে গ্রেফতার দুই যুবক দেগঙ্গায়
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সম্প্রতি সংবাদপত্রের পাতায় দৃষ্টি নিক্ষেপ করলেই নজরে আসে বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মের ঘটনা। তার মধ্যে একটি হল চৌর্যবৃত্তি। বিভিন্ন এলাকায় বিভিন্ন পদ্ধতিতে ঘটে যাওয়া চুরির ঘটনা প্রায়শই জনসম্মুখে প্রকাশিত হতে দেখা যায় সংবাদমাধ্যমের দ্বারা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার দেগঙ্গা থানার অন্তর্গত কলসুর এলাকায় চুরি হবার প্রাক মুহূর্তের একটি ঘটনা তুলে ধরা হল। বৃহস্পতিবার গভীর রাতে সন্দেহজনকভাবে ঘুরতে থাকা চৌর্যবৃত্তি অবলম্বনকারী দুই যুবককে আটক করে দেগঙ্গা থানার পুলিশ। উদ্ধার হয় চুরির কাজে ব্যবহৃত কিছু সামগ্রী। পুলিশ সূত্রে জানা যায় এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় রাতে এলাকায় পুলিশি টহলদারিও বেশ আঁটোসাটো করা হয়েছে। এদিন টহলদারি করার সময় কলসুর এলাকায় গভীর রাতে আচমকা দুই যুবককে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে দেগঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় চৌর্যবৃত্তির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। ওই এলাকার একটি দোকানে চুরির উদ্দেশ্য নিয়েই এদিন তারা সেখানে গিয়েছিল। কিন্তু আচমকা টহলরত পুলিশের গাড়ি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়ে তারা। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা এমনটাই স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে দেগঙ্গা থানার পক্ষ থেকে শুক্রবার ধৃতদের বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।








