নেশামুক্ত সমাজের লক্ষ্যে পুলিশ
দাবদাহ লাইভ, বনগাঁ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মদ্যপান শরীরের পক্ষে হানিকর হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের অলিতে গলিতে বৈধ ও অবৈধভাবে বিক্রি হয়ে চলেছে দেশি ও বিদেশি মদ। যার নেশায় বুদ হয়ে অকালে ঝড়ে পড়ে কত তরতাজা প্রাণ। মদ্যপান করা নিয়ে প্রায় সংসারে সৃষ্টি হতে দেখা যায় অশান্তির বাতাবরন, ভেঙে যায় সংসার। এমনকি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক বা অসামাজিক ক্রিয়াকলাপ, সবকিছুর পিছনে মদ যেন যুগ যুগ ধরে মুখ্য ভুমিকাই পালন করে চলেছে। ফলত সমাজের বুকে ঘটে চলেছে বহুবিধ দূর্ঘটনা। সমস্ত দিক বিচার বিবেচনা করে বর্তমানে সমাজে ঘটতে থাকা অসামাজিক ক্রিয়াকলাপ বন্ধ ও নেশামুক্ত সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। নানান ঘটনার পাশাপশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চারিদিকে চলেছে মদ্যপানকারী ও বিক্রেতাদের ধরপাকড়। প্রায়শই এমন ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত মাসিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে এমনই এক ঘটনার বিবরন তুলে ধরা হল জনসম্মুখে। গোপন সূত্রের ভিত্তিতে হানা দিয়ে বিপুল পরিমান দেশি মদ সহ এক বিক্রেতাকে আটক করে বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মাদকাসক্ত হয়ে পড়ছে বিভিন্ন এলাকার পাশাপাশি বাদুড়িয়ার গোটা যুব সমাজ। আর এই মদ্যপান করতে তারা বিভিন্ন অসামাজিক ক্রিয়াকলাপেও লিপ্ত হয়ে পড়ছে। তাই অসামাজিক ক্রিয়াকলাপ রুখতে ও বাদুড়িয়া এলাকা নেশামুক্ত করার লক্ষ্যে দিকে দিকে অভিযান চালানো হচ্ছে। প্রায়শই গ্রেফতার করা হচ্ছে মদ্যপানকারী ও বিক্রেতাদের। বৃহস্পতিবার রাতে মাসিয়া বাজার সংলগ্ন এলাকায় এক ব্যাক্তিকে দেশি মদ বিক্রি করতে দেখা যাচ্ছে সূত্র মারফত এমনই খবর আসে বাদুড়িয়া থানায়। তৎক্ষনাৎ সূত্র অনুযায়ী ওই এলাকায় হানা দিয়ে হাতেনাতে ২৮ বছরের লিটু মন্ডল নামে এক যুবককে আটক করে বাদুড়িয়া থানার পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১৭ বোতল দেশি মদ। এলাকায় গোপনে মদ বিক্রি করার অপরাধে ওই বিপুল পরিমান মদ সহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কর্মসংস্থানের অভাবে পরিবার পরিজনদের মুখে দু’মুঠো অন্নের যোগান দিতেই ধৃত দেশি মদ বিক্রি করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এমনই তথ্য জানা যায় বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু মদ বিক্রি করে সমাজের ক্ষতি করায় ধৃত লিটু মন্ডলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার ধৃতকে বাদুড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি প্রতিদিনের ন্যায় শুক্রবার টহলদারির সময় হাবরা বাজার সংলগ্ন এলাকায় এক ব্যাক্তিকে প্রকাশ্যে বসে মদ্যপান করতে দেখে হাবরা থানার পুলিশ। প্রকাশ্যে








