আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতি
দাবদাহ লাইভ, বনগাঁ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ গোপন সূত্র অনুযায়ী দীর্ঘদিন যাবত গা ঢাকা দিয়ে থাকা এক দুষ্কৃতিকে আটক করে গোপালনগর থানার পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপালনগর থানার অন্তর্গত দাড়িঘাটা ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহে গোপালনগর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একটি ডাকাত দলকে আটক করে পুলিশ। কিন্তু রেজাউল দফাদার নামে ওই দলেরই এক সদস্য সেই সময় পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছিল। যার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দাড়িঘাটা ব্রীজ সংলগ্ন এলাকায় হানা দিয়ে রেজাউলকে আটক করে গোপালনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক।








