উদ্ধার সদ্যোজাত শিশুর মৃতদেহ তদন্তে পুলিশ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সাতসকালে বাগজোলা খালে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমার লেকটাউন থানার অন্তর্গত দমদম পার্ক এলাকা সংলগ্ন বাগজোলা খাল থেকে উদ্ধার হয় মৃতদেহটি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে বাগজোলা খালে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবরটি চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। স্থানীয় মারফত খবর পেয়ে লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি চিকিৎসা কেন্দ্রে পাঠায় পুলিশ। খালের জলে মৃত শিশুর দেহ কিভাবে কোথা থেকেই বা এসেছে, হৃদয় মমতাহীন এমন কে বা কারা শিশুটিকে খালের জলে ফেলেছে, কবে ফেলেছে , কেনই বা ফেলেছে? বাগজোলা খাল থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হওয়াকে ঘিরে উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর পেতে তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ।




