ভোটার তালিকা তৈরীর সংক্ষিপ্ত কর্মসূচী বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ আগামী এক মাসের সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধনী সহ নতুন নাম তোলার কর্মসূচী শুরু করলেন উত্তর ২৪ পরগনা জেলা শাসক শরদ কুমার দ্বিবেদি। ছিলেন বারাসাত সদর মহকুমা শাসক সোমা সাউ। জেলা শাসকের কার্যালয় থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনায় এক ট্যাবলো বারাসাত শহর এলাকা পরিক্রমা করে। বিগত এক বছরে ভোটার তালিকা প্রস্তুতির কাজের সাথে যুক্ত সর্বোত্তম কর্মীদের পুরস্কৃত করলেন। এই পুরস্কারের মধ্যে প্রথম স্থানে আছেন বারাসাত বিধানসভার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৮ নং পার্টের কর্মী মধুসুধন ব্যানার্জী। পুরস্কার পেয়ে কাজে আরও মনোযোগী হওয়ার অভিপ্রায় জানালেন অনেকেই।
নিউজ এক ঝলকে
ভোটার তালিকা তৈরীর সংক্ষিপ্ত কর্মসূচী বারাসাতে
84.3%








