শিক্ষকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোলাঘাটে
দাবদাহ লাইভ, কোলাঘাট, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদনীপুর জেলার কোলাঘাট থানার দেঁড়িয়াচ গ্রামে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে কোলাঘাট থানার পুলিশ। মৃত শিক্ষকের নাম বাপ্পা বর্মন। তিনি কাঁথির ভবানীপুর অঘরচাঁদ হাই স্কুলের মাধ্যমিক স্তরের শিক্ষক ছিলেন। আজ সকালে তার নিজের বাড়িতে পাশের একটি টালির চালের ঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পান গ্রাম বাসীরা। সেই সময় বাড়ির অন্য সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় দেহটি ঝুলতে দেখেন তারা। কি কারনে এই মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত শিক্ষক বাপ্পা বর্মণের মোবাইলে সম্প্রতি একটি মেসেজ আসে। সেই মেসেজে লেখা থাকে তাঁর শিক্ষকতার চাকরি নাকি ভুয়ো। চোর অপবাদে চাকরি চলে যাওয়ার আতঙ্কে হয়তো এই ঘটনা ঘটতে পারে। মৃতের স্ত্রী দাবি করেন, তার স্বামীর ফোন কেউ বা কারা হ্যাক করে এই ম্যাসেজ ছড়িয়েছে। ওই একি ম্যাসেজ শিক্ষক বাপ্পা বর্মণ সহ তার গ্রামে ও তার আত্মীয় পরিজনদের হোয়াটসঅ্যাপ ছড়ানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের তদন্ত রিপোর্টের আশায় অপেক্ষা করছেন মৃত শিক্ষকের পরিবার।








