সবুজায়ন ধ্বংসে হতাশ প্রতিবন্ধী কৃষক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার জীবন অতিবাহিত করেন এক কৃষক। যিনি বেশ কয়েক বছর যাবৎ শারীরিকভাবে প্রতিবন্ধী। জমিতে ফসল ফলানোর ক্ষেত্রে মুখ্য ভুমিকা পালন করে প্রতিবন্ধী কৃষকের স্ত্রী ও সন্তানেরা। দিব্যিই চলছিল জীবন জীবিকা। আচমকাই যেন সেখানে ঘনায় আঁধারের ঘনঘটা। উঠে আসে জমির সমস্ত ফসল নষ্ট করে দেবার অভিযোগ। হতাশাগ্রস্থ হয়ে কান্নায় ভেঙে পড়ে প্রতিবন্ধী কৃষকের পরিবারের সদস্যরা। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর পঞ্চায়েতের পাড়ুইপাড়া এলাকা থেকে ধরা পড়ে ঘটনাটি। পাড়ুইপাড়া এলাকার বাসিন্দা দেবদাস মন্ডল নামে এক কৃষক একটি জমি লিজ নিয়ে সেখানে চাষাবাদ করেন। লিজ নেওয়া সেই জমিতে এবার ঢেঁড়স ও পটল চাষ করেছিলেন। ক্ষেতে সবুজের সমারোহে ফসলও হচ্ছিল বেশ। প্রতিদিনের ন্যায় এদিনও সকালে কৃষকের স্ত্রী ক্ষেতে ফসল তুলতে যাওয়া মাত্রই তাঁর চক্ষু একেবারে চড়কগাছ। ক্ষেতে থাকা সমস্ত ফলন্ত গাছগুলো কাটা, উপড়ানো অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে। এরূপ ঘটনা দেখা মাত্রই তিনি কান্নায় ভেঙে পড়েন। বাড়ি ফিরে স্থানীয় ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনাটিকে ঘিরে এলাকায় পড়ে যায় ব্যাপক শোরগোল। ওই ঘটনার কথা বিস্তারিত জানিয়ে গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে গাইঘাটা থানার পুলিশ। স্থানীয়দের কথায় ক্ষতিগ্রস্ত কৃষক দেবদাস মন্ডল বহু বছর পূর্বে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তারপর থেকে তাঁর পা দুটো কর্মক্ষমতা একেবারেই হারিয়ে ফেলে। বর্তমানে সে শারীরিকভাবে প্রতিবন্ধী। দেবদাসের রুটি-রুজির একমাত্র ভরসা ওই লিজ নেওয়া জমিটা। ওই জমিতে চাষাবাদ করেই সে জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু রাতের অন্ধকারে তাঁর জমির ফলন্ত গাছ গুলো কেটে উপড়ে ফেলে তাঁকে আরও ক্ষতিগ্রস্ত করেছে দুষ্কৃতকারীরা। অপরাধীদের সনাক্ত করার পাশাপাশি তাঁদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায় তারা। প্রতিবন্ধী কৃষক জানান পা থাকতেও তিনি অক্ষম। চাষাবাদই তাঁর রুটি-রুজির একমাত্র পথ। জমিতে চারা রোপন থেকে শুরু করে ফসল তোলার সম্পূর্ণ কাজটা তাঁর স্ত্রী ও সন্তানেরা করে থাকে। দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে চুপিসারে জমির ফলন্ত গাছ গুলোকে একেবারে ধরাশায়ী করে তাঁকে আরও ক্ষতিগ্রস্থ করেছে। গাছ নষ্ট হওয়ায় প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে তাঁর। কিভাবে এখন তাঁর সংসার চলবে তা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে কৃষকের। এলাকার কিছু অসাধু ব্যাক্তি ওই কুকর্মের সাথে যুক্ত বলে তাঁর দাবি। ওই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ প্রশাসন এমনই আর্জি জানান ক্ষতিগ্রস্ত কৃষক। তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেয় গাইঘাটা থানার পুলিশ। এরূপ ঘটনার তীব্র নিন্দা করেছে এলাকার ওয়াকিবহাল মহলও। সবুজায়ন ধ্বংস করার উপর সরকারী নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী, অক্সিজেন ও খাদ্য প্রদানকারী সবচেয়ে উৎকৃষ্ট সেই সবুজায়ন এর উপর আঘাত হানা অর্থাৎ সবুজায়ন ধ্বংসকারীদের আদৌ সনাক্ত করে তাদের যথোপযুক্ত শাস্তি প্রদান করা সম্ভব হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী কৃষক সহ আমজনতা।








